শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
আত্মহত্যায় বাধা দেওয়ায় প্রেমিকাকে হত্যা: যুবক কারাগারে
ছবি: এলএবাংলাটাইমস
মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টাকালে বাধা দেওয়ায় প্রেমিকাকেই হত্যা করে ফেলে এক যুবক। দুই বছর আগে সান্তা পাওলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এই মামলার রায়ে প্রেমিক যুবককে ১১ বছরের জেল দেওয়া হয়।
ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সূত্র ঘটনার বৃত্তান্তে জানায়, ২০১৯ সালের ১৪ জুলাই হঠাৎ করেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করে ২১ বছর বয়েসী জাশুয়া জেরেট।
এই সময় তার প্রেমিকা ক্রিস্টিনা পেনা (২৬) তাকে বাধা দেয় ও বন্দুক কেড়ে নিতে ধস্তাধস্তি শুরু করে। এর এক পর্যায়ে জশিয়া বন্দুকের ট্রিগার চেপে ধরলে ক্রিস্টিনা পেনা গুলিবিদ্ধ হয়।
ঘটনার রিপোর্ট পেয়ে পুলিশ যেয়ে পেনাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়৷ পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেনার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকেই জশুয়াকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর হত্যার সাথে জড়িত সন্দেহে আটক করে।
পরে আদালত তাকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করে ১১ বছরের জন্য কারাগারে প্রেরণ করে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন