মৌসূমী ছুটির পূর্বে কিছুতেই কমবে না লস এঞ্জেলেস বন্দরের জট
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস বন্দরে ক্রমাগতই বাড়ছে জাহাজের জট। বিগত কয়েকমাস ধরে চলতে থাকা এই সমস্যার কোন সমাধানই চোখে পড়ছে না। বুধবারে (২৯ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানান, মৌসুমী ছুটির পূর্বে কিছুতেই জট ছুটবে না।
সান পেদ্রো বন্দর তাঁর ১১৪ বছরের ইতিহাসের সর্বোচ্চ ব্যস্ততম সময় কাটাচ্ছে। বন্দরটির পরিচালক জিন সেরোকা জানান, অনলাইন কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় এই জট তৈরি হচ্ছে।
বুধবার পর্যন্ত, রেকর্ড সংখ্যক ৬৬টি জাহাজ পানিতে নোঙ্গর ফেলে বসেছিলো। পূর্বে ২দিনের মধ্যে পণ্য খালাস করতে পারলেও বর্তমানে সর্বনিম্ন ৬দিন লাগছে।
সেরোকা বলেন, ‘আমরা পূর্বের চেয়ে বেশি পণ্য খালাস করছি। তাও, আমরা আমেরিকানদের ক্রয়ক্ষমতার কারণে এই সমস্যা দূর করতে পারছি না।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন