এল সেরোনোর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, আহত ১ দমকলকর্মী
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবারে (৩০ সেপ্টেম্বর) এল সেরোনোর একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ড ঘটেছে। এর ফলে ১ জন দমকল কর্মী আহত হয়েছে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ২০০ বাই ২০০ ফুট আয়তনের ১ তলা ভবনটি ৪৯০০ ই এলহাম্ব্রা এভিনিউয়ে অবস্থিত। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হঠাত করেই ভবনটিতে আগুন লেগে যায়।
তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ১৪৬জন দমকলকর্মী মোতায়েন করা হয়। আগুনটি অতিদ্রুত ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছিলো।
আগুন শুরু হওয়ার ৯০মিনিট পর এলএএফডি ও এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট একত্রে আগুনটি নিভানোর কাজ শুরু করে। আগুন শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে তা নেভানো হয়। আগুনের মোকাবিলা করতে গিয়ে একজন দমকল কর্মী কাঁধে আঘাত পায়। তাকে তাৎক্ষনিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আগুনের কারণে কোন সাধারণ জনগণ আহত হয়নি।
বৃহস্পতিবার রাতে দমকলকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিলো যাতে আগুন পুনরায় শুরু না হতে পারে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন