লস এঞ্জেলেসে অস্ত্রের মুখে জিম্মি তিন, এক ঘন্টা পর উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসের একটি পানশালায় এক ব্যক্তি অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে রাখে। পরবর্তীতে পুলিশের সাথে ঘণ্টাব্যাপী অচলাবস্থানের পর তাদের উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানে জিম্মিকারী ব্যক্তিও আটক করা হয়েছে৷
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে৷
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে ৬৭ স্ট্রিট ও হোমস অ্যাভিনিউতে এই ঘটনার পর বেশ কয়েকটি পেট্রোল গাড়ি উপস্থিত হয়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি প্রথম বাইরে অবস্থান নিয়ে কোনো হামলা চালাতে চেষ্টা করে, পরে দৌঁড়ে ওই পানশালার ভিতর ঢুকে পরে৷
পরে ৬টা ২০ মিনিটের দিকে সোয়াটের একটি টিম ওই পানশালায় প্রবেশ করে এবং জিম্মি অবস্থায় থাকা এক ব্যক্তি, এক নারী ও অল্প বয়েসী একটি মেয়েকে উদ্ধার করে আনা হয়।
এর কয়েক মিনিট পরেই পুলিশ জিম্মিকারীকে আটক করে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। সেই সাথে আরেকটি বিবি গান উদ্ধার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন