শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
কম্পটনে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের কম্পটনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত ডাকাতির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। তবে দোকানের কর্মীদের বাঁধার মুখে অবশেষে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
শেরিফ ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট রোজ বলেন, নর্থ লং বিচ বোলেভার্ডের ২১০০ ব্লকের কাছে বিকাল ৩টার দিকে এই ডাকাতির চেষ্টা চালানো হয়।
রোজ বলেন, ‘বেশ কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ডাকাতির চেষ্টা চালায়। কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের বাঁধার মুখে দোকান থেকে কোনো কিছু নিতে পারেনি তারা’।
তিনি আরও জানান, পরে ওই ডাকাত দল বেশ কয়েকটি গাড়ি করে পালিয়ে যায়। তবে এ সময় কয়েক রাউণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে’।
তবে কেও গুলিবিদ্ধ হয়েছে কী না বা কে গুলি চালিয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে ডেপুটিদের কেউ গুলই চালায়নি বলে প্রাথমিকভবাবে জানিয়েছে শেরিফ ডিপার্টমেন্ট।
এই ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং হতাহতদের বিষয়ে এর থেকে বেশি কিছু জানা যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন