বেলফ্লাওয়ারের দোকানে বন্দুক হামলায় মৃত ১, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
বেলফ্লাওয়ারের একটি দোকানে একটি বন্দুক হামলা সংগঠিত হয়েছে। এতে দুজন নারী আহত ও ১ জন পুরুষ আহত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ব্লেলফ্লাওয়ার বুলেভার্ডের ৯১ নং ফ্রি-ওয়ের ১৭১০০ ব্লকে এই হামলাটি সংগঠিত হয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তিনজনকে আহত অবস্থাইয় খুজে পায়। পুরুষটির দেহের উপরের ভাগে ও নারী দুইটি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলো। চিকিৎসার জন্য তাদেরকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরুষটি মারা গেলেও বাকি দুজন বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
পুলিশ জানায় হামলাকারী ব্যক্তিটি একটি কালো রঙ্গের গেঞ্জি পড়েছিলো। হঠাত করে সে দোকানটিতে প্রবেশ করে হামলা চালায়। হামলাটি কেন সংগঠিত হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হামলাকারীটি সম্পর্কে তদন্ত করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন