লস এঞ্জেলেসে ফার্নিচারের দোকানে নারী খুন
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নর্থ লা ব্রিয়া এভিনিউয়ের হ্যানকক পার্কের এক ফার্নিচারের দোকানে এক নারীকে হত্যা করা হয়েছে।
মৃত নারীর নাম ব্রায়ানা কুফার। তিনি উক্ত ফার্নিচারের দোকানে ডিজাইন কনসালটেন্ট হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে একজন লম্বা ও চিকন ব্যক্তি মাস্ক পড়ে দোকানটিতে প্রবেশ করেছে। তখন কুফার দোকানটিতে একা ছিলো। এছাড়া আরকোন তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে, একজন গ্রাহক এসে কুফারের মৃতদেহ খুঁজে পায়।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন