অবসর নিচ্ছেন টম ব্র্যাডি
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে এনএফএল থেকে অবসর নিচ্ছেন কিংবদন্তী খেলোয়াড় টম ব্র্যাডি। বর্তমান সিজনে টেম্পা বে বুকানেয়ার্সের হয়ে এনএফসি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।
৪৪ বছর বয়সী টম ব্র্যাডি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টের হয়ে নিজের অভিষেক ঘটান। এরপর নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টের হয়ে ৬টি সুপার বোল জিতেন। ২০২০ সালে টেম্পা বে বুকানেয়ার্সে যোগদান করে দলটির ইতিহাসের দ্বিতীয় সুপার বোল টাইটেল জিততে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন তিনি।
ব্র্যাডিকে এনএফএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোয়াটারব্যাক হিসেবে গণ্য করা হয়। এই পর্যন্ত তিনি তিনটি এনএফএল এমভিপি পুরষ্কার ও ১৫ বার প্রো বল একাদশে জায়গা করে নিয়েছেন।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন