ক্যালিফোর্নিয়ায় ৯৫ শতাংশ নির্বাহী আদেশ বাতিল হচ্ছে
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার করোনা সংক্রান্ত সকল নির্বাহী আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। শুধুমাত্র ৫ শতাংশ নির্বাহী আদেশ এখনও তুলে দেওয়া হচ্ছে না।
বিবৃতিতে নিউসাম বলেন, 'এখন বেশিরভাগ নির্বাহী আদেশের কার্যকারিতা দরকার নেই। তবে রিকোভারি ইফোর্ট এবং রেসপন্স বিষয়ক কিছু নির্বাহী আদেশ জারি রাখা হবে'।
ক্যালিফোর্নিয়ার 'ন্যাশন-লিডিং' করোনা পরীক্ষা এবং টিকা কার্যক্রমের নির্বাহী আদেশগুলো চালু থাকবে ও হাসপাতাল ও হেলথ ফ্যাসিলিটি প্রোগ্রামগুলো চালু রাখা হবে।
এছাড়া রাজ্যের 'স্মার্টার প্রোগ্রামের' আওতায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। এই প্রোগ্রামে পেনডেমিক থেকে এনডেমিক হওয়ার পর্যায়ে ক্যালিফোর্নিয়ার রেসপন্স বিষয়ক প্রোগ্রাম রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন