নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
২৩ লাখ ডলারের চোরাই গাড়ি উদ্ধার করলো সিএইচপি
ছবি: এলএবাংলাটাইমস
সোমবারে (২৮ মার্চ) ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, তাঁরা দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে চুরি যাওয়া ৩৫টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তাঁরা গাড়িগুলো সান ফার্নান্দো ভ্যালির এক পার্কিং লট থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত গাড়িগুলোর মূল্য একত্রে ২৩ লাখ ডলারের মত। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে ল্যান্ড রোভার, জাগুয়ার, বেন্টলি, পোরসে সহ ইত্যাদি বিলাসবহুল গাড়ি অর্ন্তভুক্ত।
পুলিশ জানায়, গাড়ির পাশাপাশি তাঁরা একটি বন্দুক এবং অবৈধ গাঁজা চাষের ফার্ম খুঁজে পেয়েছেন।
এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তদন্তটি এখনও চলমান।
এলএবাংলাটাইমস/ এমডব্লিউ
শেয়ার করুন