শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতলো ‘কোডা’
ছবি: এলএবাংলাটাইমস
রবিবার (২৭ মার্চ) রাতে অস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে ‘কোডা’। এই প্রথম কোন স্ট্রিমিং সার্ভিসের কোনো চলচ্চিত্র হলিউডের সর্বোচ্চ সম্মানজনক পুরষ্কার জিতলো।
কোডা চলচ্চিত্রটি এপল টিভি প্লাস স্ট্রিমিং সার্ভিসের তৈরি করা। এটির সাথে সেরা চলচিত্রের প্রতিযোগিতায় ছিলো আরেক স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ চলচ্চিত্রটি।
লেডি গাগা এবং লাইজা মিনেলি পুরষ্কারটি চলচিত্রটির প্রকৌশলী দলের হাতে তুলে দেন। চলচ্চিত্রটিতে রুবি নামক এক কিশোরীর জীবন দেখানো হয়েছে। রুবির পরিবারের কেউ কানে শুনতে পারে না। একমাত্র রুবিই পারে কানে শুনতে। চলচ্চিত্রটিতে রুবি, তাঁর পরিবারের হয়ে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করার পাশাপাশি কিভাবে নিজের সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণ করে তা দেখানো হয়। চলচ্চিত্রটিতে একাধিক বধির ব্যক্তি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন