নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
পাকোইমাতে বানিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণ চলছে
ছবি: এলএবাংলাটাইমস
পাকোইমাতে একটি বানিজ্যিক ভবনে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে আগুনের সূত্রপাত হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।
এলএ ফায়ার সূত্র জানিয়েছে, ডব্লিউ ভ্যান নুইস বেলোভার্ডের ১৩২০০ ব্লকের বানিজ্যিক একটি ভবনে রাত ৯টার পর আগুনের সূত্রপাত ঘটে।
এলএ ফায়ার জানায়, ‘এখন দমকল কর্মীরা আগুন ছড়ানো নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরপর বিভিন্ন ইক্যুইপমেন্ট ব্যবহার করে আগুন নেভাতে শুরু করবে’।
কর্তৃপক্ষ জানায়, আগুন ছড়ানোর পর এক ব্যক্তি ভবনে আটকে পড়লেও পরে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে।
দমকলকর্মীরা ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণ করছে যেনো অন্যান্য ভবনে সেটি ছড়িয়ে না যায়। তবে আগুনের সূত্রপাতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের কারণ নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন