সাউথ-সেন্ট্রালে বন্দুকধারীর উপর পুলিশের গুলিবর্ষণ
ছবি: এলএবাংলাটাইমস
ঐতিহাসিক সাউথ-সেন্ট্রালে মঙ্গলবার (২৯ মার্চ) গুলিবর্ষণের সাথে এক পুলিশ অফিসারের সম্পৃক্ততার ঘটনায় তদন্ত করা হচ্ছে।
লস এঞ্জেলেস পুলিশ অফিসার সূত্র জানিয়েছে, ই মার্টিন লুথার কিং জুনিয়র এবং অ্যাভালন বেলোভার্ডস এর কাছে বন্দুকধারী এক ব্যক্তির ব্যাপারে জানতে পারে পুলিশ।
এলএপিডি জানিয়েছে, এক পর্যায়ে ওই ব্যক্তিকে নিবৃত্ত করতে পুলিশের একজন অফিসার গুলি ছোঁড়ে। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এই ঘটনায় অন্তত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিশ্চিত নয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন