লস এঞ্জেলেসের নাইটক্লাবে বন্দুক হামলা: আহত ১
ছবি: এলএবাংলাটাইমস
সোমবার ভোরে (২৮ মার্চ) লস এঞ্জেলেসের বেভারলি গ্রোভস এলাকার একটি নাইটক্লাবে একটি বন্দুক হামলা সংগঠিত হয়েছে। এতে ১ জন আহত হয়েছে।
ভোর ২টার দিকে লা সিনেগা বুলেভার্ডের ৬০০নং ব্লকে অবস্থিত নাইটিঙ্গেল প্লাজায় এই হামলা সংগঠিত হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌছে তাঁরা একজনকে একাধিক ক্ষতসহ অবস্থায় খুঁজে পায়। আহত ব্যক্তিটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী ব্যক্তিটি হামলাকারীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার কারণে এই হামলাটি ঘটেছে।
হামলাকারীর বয়স ২৫ বছরের মত এবং সে কৃষ্ণাঙ্গ। পুলিশ এখনো হামলাকারীর সন্ধান করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন