করোনা টিকার সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা উঠছে লস এঞ্জেলেসে
ছবি: এলএবাংলাটাইমস
বুধবার (৩০ মার্চ) সিটির ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠানে করোনা টিকার সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন দ্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল।
মেয়র এরিক গারসেটি এই প্রস্তাবনাতে স্বাক্ষর করলে এই আইন কযার্কর হবে এবং রেস্টুরেন্ট, বার, জিম, মুভি থিয়েটার, কনসার্ট ভেন্যু, কনভেনশন সেন্টার, কার্ড রুম, প্লে অ্যারিনা, মিউজিয়াম, স্পা, স্যালুন এবং ইনডোর সিটি ফ্যাসিলিটিতে টিকার সনদপত্র প্রদর্শনের প্রয়োজন পড়বে না।
একই সাথে ৫ হাজার বা এর বেশি মানুষের জনসমাগমের ক্ষেত্রে টিকার সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখানোর প্রয়োজনীয়তা পড়বে না।
সাম্প্রতিক শীতকালীন ঢেউ এর পর আবারও করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ এই মাসের শুরুতে জানান, টিকার সনদ দেখানো ঐচ্ছিক করে দেওয়া হবে এবং আউটডোর ইভেন্টেও কোনো টিকার সনদ দেখানোর প্রয়োজন পড়বে না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন