ক্যালিফোর্নিয়ায় গুলিতে ৬ জনের মৃত্যু, আহত ১২
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে সড়কে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছেন। সাক্রামেন্টো পুলিশ দপ্তর সূত্র জানায়, রোববার (৩ এপ্রিল) ভোরে ভোরে এই ঘটনা ঘটে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পথচারীরা দৌড়াতে এবং চিৎকার করতে থাকেন। ঘটনার পর সাক্রামেন্টোর একটি বড় এলাকা ঘিরে ফেলে পুলিশ।
গোল্ডেন ওয়ান সেন্টারের টেনথ স্ট্রিট অ্যান্ড কে স্ট্রিট এর জাংশনে গোলাগুলির ঘটনা শুরু হয়। সেখানে সাক্রামেন্টো কিংস বাস্টেকবট খেলে থাকেন।
পুলিশ চিফ ক্যাথি লেস্টার বলেন, গুলিতে তিনজন পুরুষ ও তিনজন নারীর মৃত্যু হয়েছে। গুলিতে মৃত্যুর পর বেশ কয়েক ঘণ্টা মৃতদেহগুলো সেখানে পড়ে ছিল।
এখন পর্যন্ত গোলাগুলির কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এক মাস সময়ের ব্যবধানে সাক্রামেন্টোয় এটি দ্বিতীয় গুলির ঘটনা। মাসখানেক আগে এই শহরে এক বন্দুকধারীর গুলিতে তিন শিশু নিহত হয়। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন