লস এঞ্জেলেসে টানা ৬ দিনের মতো কমেছে গ্যাসোলিনের মূল্য
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে টানা ছয়দিনের মতো গ্যাসোলিনের মূল্য কমেছে। রবিবার (৩ এপ্রিল) গ্যাসোলিনের মূল্য ১ দশমিক ২ সেন্ট কমে মুল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৯৮৭ সেন্ট।
আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং অয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানিয়েছে, গত ছয়দিনে গ্যাসোলিনের মূল্য কমেছে ৮ দশমিক ৩ সেন্ট। ২০২০ সালের এপ্রিলের ২ তারিখের পর এবারই সবচেয়ে বেশি জ্বালানির মূল্য কমলো। এক সপ্তাহের আগের থেকে দাম কমেছে ৮ ডলার ২ সেন্ট, তবে এক মাস আগের থেকে দাম বাড়তি রয়েছে ৯৭ দশমিক ৩ সেন্ট এবং এক বছর আগের থেকে দাম বাড়তি রয়েছে ২ ডলার দশমিক ২৯ সেন্ট।
গত রবিবার পর্যন্ত টানা ৩২ দিন ধরে গ্যাসোলিনের মূল্য দাঁড়িয়েছিল ১ ডলার ২৮৩ সেন্ট।
অরেঞ্জ কাউন্টিতেও টানা পাঁচদিনের মতো গ্যাসোলিনের মূল্য কমেছে। বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৯৩৮ সেন্ট। পাঁচদিনের আগের থেকে মূল্য কমেছে ৮ ডলার ৬ সেন্ট। কিন্তু এক মাস আগের থেকে মূল্য এখনো বাড়তি ৯৪ দশমিক ৮ ডলার এবং এক বছর আগের থেকে বাড়তি ২ ডলার।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন