মাসিক ১ হাজার গ্যারান্টেড ইনকামের আবেদন গ্রহণ শুরু লস এঞ্জেলেসে
ছবি: এলএবাংলাটাইমস
মাসিক ১ হাজার ডলার গ্যারান্টেড প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু করেছে লস এঞ্জেলেস কাউন্টি। ব্রিদ নামের পাইলট প্রোগ্রাম থেকে বাছাই করা বাসিন্দাদের ৩ বছর প্রতিমাসে ১ হাজার ডলার করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করতে হলে আবেদনকারীকে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। একক আবেদনকারীর ক্ষেত্রে বছরে গৃহস্থালী আয় হতে হবে ৫৬ হাজার ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য আয় ৯৬ হাজার ডলার।
বাসিন্দারা ডেবিট কার্ডের মাধ্যমে প্রতি মাসে টাকা পাবেন এবং এই টাকা খরচে কোনো শর্ত আরোপ থাকবে না।
লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার এই প্রস্তাবনাটি অনুমোদন করেন। প্রস্তাবনাটি প্রথম রাখেন মিচেল এবং সুপারভাইজার শেইলা কুহেল। প্রস্তাবনায় জনস্বাস্থ্য বিষয়ক দারিদ্র এবং অর্থনৈতিক বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
breathe.lacounty.gov এই ঠিকানা থেকে বাসিন্দারা আবেদনের বৃত্তান্ত জানতে পারবেন। 213-342-1003 কল করেও অন্যান্য তথ্য জানতে পারা যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন