লস এঞ্জেলেসে মাদকের ওভারডোজে ১ জনের মৃত্যু, আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের নেইবারহুড ব্রডওয়ে-ম্যানচেস্টারে ফেন্টানিলের ওভারডোজে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টিওয়ার্ট এক সংবাদ বিবৃতিতে জানান, ওয়েস্ট ১১৫ স্ট্রিটের ২০০ ব্লক থেকে সকাল ৯টায় এই ঘটনা সম্পর্কে পুলিশের কাছে জরুরি কল আসে।
সেখানে যেয়ে তিনজনকে দেখতে পায় পুলিশ। এর মধ্যে গাড়িতে দুইজন ছিল এবং তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। অন্য আরেকজন গাড়ির বাইরে ছিল এবং তার অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ২৮ বছরের এক যুবকের মৃত্যু ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল প্রত্যক্ষ করে দেখা গেছে সেখানে সম্ভাব্য ফেন্টালিনের ওভারডোজের কারণে তিনজনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন