ক্যালিফোর্নিয়ায় অয়েস্টার খেয়ে ৩৪ ব্যক্তি নরোভাইরাসে আক্রান্ত
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (০২ এপ্রিলে) ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ জানায়, কানাডার ব্রিটিশ কলোম্বিয়া থেকে চাষকৃত অয়েস্টার খেয়ে ৩৪ ব্যক্তি নরোভাইরাসে আক্রান্ত হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ ব্রিটিশ কলোম্বিয়া থেকে আমদানিকৃত অয়েস্টার কাঁচা খেতে নিষেধ করেছে। ক্যালিফোর্নিয়ায়, মার্চ ১১ থেকে মার্চ ১৯ এর মধ্যে নয়টি রেস্টুরেন্টে ব্রিটিশ কলোম্বিয়া থেকে আমদানিকৃত অয়েস্টার খাওয়ার কারণে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও একই রোগের প্রার্দুভাব দেখা গিয়েছে। স্বাস্থ্য বিভাগ রেস্টুরেন্ট এবং রিটেইল স্টোর থেকে ব্রিটিশ কলোম্বিয়ার থেকে আমদানিকৃত অয়েস্টার বিক্রি না করার পরামর্শ দিয়েছে। সংক্রমিত অয়েস্টারগুলো ফেলে দেওয়ার উপদেশও দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নরোভাইরাস একটি সংক্রামিক রোগ। এই রোগের কারণে পাকস্থলীর এবং অন্ত্রের সমস্যা দেখা দেয়। ঘন ঘন বমি হওয়া, ডায়রিয়া এবং জ্বর হচ্ছে নরোভাইরাসের লক্ষণ।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন