শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সাক্রামেন্টোতে বন্দুক হামলার ঘটনায় আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টোতে বন্দুক হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) সেন্টার অব সাক্রামেন্টোতে এই হামলা চালালে ছয়জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হয়।
সোমবার (৪ এপ্রিল) পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজন ব্যক্তির নাম দান্দ্রে মার্টিন (২৬) । তাকে অ্যাসাল্ট এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের ধারণা, স্টেট ক্যাপটল বিল্ডিং এর কাছে এই বন্দুক হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিল। এদের চালানো গুলিতে তিনজন পুরুষ ও তিনজন নারীর মৃত্যু হয়েছে।
মৃত তিন পুরুষের নাম সার্জিও হ্যারিস (৩৮), দে’ভাজিয়া টার্নার (২৯) এবং জশুয়া হই-লুচেসি (৩২) । আর মৃত তিন নারী হলেন জনটায়া আলেক্সান্ডার (২১), মেলিন্ডা ডেভিস (৫৭) এবং এমিলিয়া মার্টিনেজ-আন্দ্রেজ (২১) ।
পুলিশ জানায়, গুলি চালানোর পরপরই ঘটনাস্থলেই এই ছয়জনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, এর মধ্যে বারোজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার নাগাদ সাতজনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন