লস এঞ্জেলেসে ৫ চোরাই গাড়িসহ আটক ৮
ছবি: এলএবাংলাটাইমস
দ্য গ্লেনডেল পুলিশ ডিপার্টমেন্ট মঙ্গলবার জানিয়েছেন, ফেব্রুয়ারি ২৩ তারিখ থেকে মার্চ ৩১ পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি চোরাই গাড়িসহ ৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রেমন্ড এলাকা থেকে ফেব্রুয়ারির ২৩ তারিখে ১৪০০ ব্লকের একটা চোরাই গাড়ি থেকে লস এঞ্জেলেসের ৩৬ বছর বয়সী গেব্রিয়েল কেছেচেহ্যান এবং বুরব্যাংক নরিয়ার কান্টযাবেটিয়ান নামের দুইজনকে আটক করে।
এছাড়া চোরাই গাড়ি থেকে বিভিন্ন মাদক ও অন্যান্য চুরির সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের নামে পূর্ববর্তী এরেস্ট ওয়ারেন্ট ছিল।
এরপর ৮ মার্চ বিকাল ৬টায় ৫ ফ্রিওয়ে থেকে চোরাই গাড়িসহ আরও একজনকে আটক করে পুলিশ। তার নাম দান্তে পটস (১৮), সে লস এঞ্জেলেসের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মার্চ ২১ তারিখে বিকাল ৫টায় আরেকটি চোরাই গাড়ি আটক করা হয় ফ্লাওয়ার স্ট্রিট অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাভিনিউ থেকে।
এরপর আরও দুইটি অভিযান চালিয়ে আরও দুইটি গাড়িসহ ৫ জনকে আটক করে সমর্থ হয় পুলিশ। এদের সবাই বিরুদ্ধে চুরি ও লুটের মামলা দায়ের করা হয়েছে।
লস এঞ্জেলেস সাম্প্রতিক সময়ে দামি গাড়ি ও গাড়ির বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা অনেক বেড়ে গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন আইন্সশৃঙ্খলা বাহিনী।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন