ওকলাহোমায় পাশ হচ্ছে গর্ভপাত নিষিদ্ধ আইন
ছবি: এলএবাংলাটাইমস
আমেরিকার ওকলাহোমায় আইনপ্রণেতারা গর্ভপাত নিষিদ্ধ আইন পাশ করেছেন। গর্ভপাতের কারণ যাই হোক সেটিকে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সির কারণে গর্ভবতী নারীর জীবন শঙ্কা থাকলে গর্ভপাত করানো যাবে।
গর্ভপাত করতে যেই বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবী কাজ করবেন, তাকে ১ লাখ ডলার জরিমানা করা হবে এবং ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হবে।
ওকলাহোমার হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এই বিলটি গভর্নর অফিসের কাছে পাঠিয়েছে। গভর্নর বিলটিতে স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে। ইতোমধ্যে রিপাবলিকানরা এই বিলের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছেন।
বিলটির প্রস্তাবক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ জিম অলসেন বলেন, তিনি গর্ভপাত বিরোধী আইন পাশ নিয়ে ‘রোমাঞ্চিত’ এবং এর ফলে ‘অনেক শিশুর জীবন বেঁচে যাবে’।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন