গ্রিন কার্ড পেতে ভুয়া বিয়ে, অভিযুক্ত ১১ বাসিন্দা: আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
গ্রিন কার্ড পাওয়ার পথ সহজ করতে শতাধিক ভুয়া বিয়ে আয়োজন করার অভিযোগে লস এঞ্জেলেসে বসবাসরত ফিলিপাইনের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে আটক করে পুলিশ। ইউএস অ্যাটর্নি অফিস সূত্র জানায়, আটক ওই ব্যক্তির নাম মার্সিয়ালিটো বিওল 'মার্স' বেনিতেজ। তার সাথে আরও ১০ জন সাউদার্ন ক্যালিফোর্নিয়ানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। তারা একটি এজেন্সি হিসেবে কাজ করতো এবং ইউএস-এ স্থায়ী হতে চাওয়া বিদেশি নাগরিকদের সাথে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকদের ভুয়া বিয়ের আয়োজন করতো।
প্রসিকিউটররা জানান, ভুয়া বিয়ের তথ্য দিয়ে মিথ্যা পিটিশন দায়ের করে তারা পিটিশন দায়ের করে। পরে ২০ থেকে ৩০ হাজার ডলারের বিনিময়ে গ্রাহকদের ইমিগ্রেশন স্ট্যাটাস স্থায়ী করে।
প্রসিকিউটররা আরও জানান, কিছু ক্ষেত্রে তারা প্রপ ওয়েডিং ডেকোরেশনের আয়োজন করে সেখানে ছবি তুলতো। এর জন্য অভিযুক্তরা পাঁচ বছরের কারাবাস পর্যন্ত পেতে পারেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন