নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে ভয়াবহ বন্দুক হামলা: মৃত ২, আহত ৭
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টির উইলব্রুক কমিউনিটিতে বন্দুক হামলার ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে ১২২ স্ট্রিট অ্যান্ড ব্ল্যাকলি অ্যাভিনিউ এর ইন্টারসেকশনে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
দ্য এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা তেমন গুরুতর না হলেও অপর আরেকজনের অবস্থা শঙ্কটাপন্ন। অপর আরেক আহত ব্যক্তি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এলএ কাউন্টি শেরিফের তদন্তকারী দল জানান, এই হামলার ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।
গোলাগুলির সূত্রপাত কীভাবে ঘটেছিল সেটি এখনও জানা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনার দায়ে কাউকে আটক করা হয়নি এবং হামলাকারী সম্পর্কে কোনো বৃত্তান্তও জানা যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন