লস এঞ্জেলেসে সড়ক দুঘর্টনায় মৃত ২ এবং আহত ২
ছবি: এলএবাংলাটাইমস
রবিবারে (১০ এপ্রিল) পেরিসে এক সড়ক দুঘর্টনায় ২ জন আহত এবং ২ জন নিহত হয়েছে।
দুঘর্টনাটি ভোর ২টার দিকে হাইওয়ে ৭৪ এবং হ্যামেক এভিনিউয়ের সংযোগস্থলে ঘটেছে। রিভারসাইড কাউন্টি দমকল বিভাগের কর্মকর্তারা জানায়, একটি গাড়ি উলটা লেনে চলছিলো। এসময় গাড়্রিটির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশ জানায়,উভয় গাড়ি থেকে একজন ব্যক্তি মারা গিয়েছে।
আহত ২ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এখনও ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন