দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
ঘোস্ট গানের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের নতুন আইন জারি
ছবি: এলএবাংলাটাইমস
ঘোস্ট গানের বিরুদ্ধে নতুন আইন জারি করেছেন বাইডেন প্রশাসন। যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এমন কিট বিক্রয় করে যেগুলো দিয়ে সিরিয়াল নাম্বার ছাড়া বন্দুক তৈরি করা যায়, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সহিংস হামলা বেড়ে যাওয়ায় চাপের মুখে ছিল বাইডেন প্রশাসন। এরই প্রেক্ষিতে নতুন আইন জারি করেছেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) হোয়াইট হাউজে বাইডেন এই ঘোষণা দেন। একই দিনে ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ (এটিএফ) এর নতুন ডিরেক্টর মনোনীত করেছেন।
ঘোস্ট গান মূলত সেলফ অ্যাসেম্বল এবং থ্রিডি প্রিন্টেড হয়ে থাকে। এর কারণ এগুলোতে কোনো সিরিয়াল নাম্বার থাকে না এবং ট্রেস করা সম্ভব হয় না। এসব অ্যাসেম্বল কিট কিনতে কোনো ব্যাকগ্রাউন্ড চ্যাকের প্রয়োজন পড়ে না।
হোয়াইট হাউজ সূত্র জানায়, ২০২১ সালে পুলিশ অন্তত ২০ হাজার ঘোস্ট গান উদ্ধার করেছে পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন