দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
ফিলিপাইনে ঝড়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে পাহাড় ধস এবং বন্যায় কমপক্ষে ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ইস্টার্ন এবং সাউদার্ন উপকূলে মানুষদের উদ্ধার করতে এখনও কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল।
ঝড় মেগি যেটি স্থানীয়ভাবে অ্যাগাটন নামে পরিচিত, আর্কিপেলাগো এলাকায় রবিবার ঝড়টি ৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে।
এই বছরের প্রথম কোনো ঝড় এটি। সাধারণত ফিলিপাইনে এমন ধরণের ঝড় প্রতি ২০ বছর পর হয়ে থাকে।
ঝড়ের কবল থেকে বাঁচতে অন্তত ১৩ হাজার বাসিন্দা উঁচু স্থানে আশ্রয় নেয়। ভারী ঝড় ও বৃষ্টিপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, পানি বন্যায় ভেসে যায় এবং পাহাড় ধসের ঘটনা ঘটে।
বেবে সিটি সোমবার জানায়, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে লেয়টে প্রভিন্স। পাহাড় ধসের ফলে অনেকেই চাপা পরে যায় সেখানে। পাহাড়ের চাপা থেকে ২২ জনকে উদ্ধার করে আনা হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন