নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ভিক্টরভিলের শপিংমলে গুলিতে আহত ৯ বছরের শিশু
ছবি: এলএবাংলাটাইমস
ভিক্টরভিলের এক শপিংমলে ৯ বছরের মেয়ের শিশুকে গুলি ছুঁড়েছে এক বন্দুকধারী। শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় ওই শপিংমল।
বিয়ার ভ্যালি রোডের ভিক্টর ভ্যালি শপিং মলে হামলার রিপোর্ট পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে উপস্থিত হয় পুলিশ। সেখানের সব স্টোর বন্ধ করে দেয় এবং বার্নেস অ্যান্ড নোবেল স্টোন স্টোরের বাইরে অবস্থান নেয় পুলিশ।
দ্য স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট শপিংমল খালি করে তল্লাশি চালালেও হামলাকারীকে আটক করতে সক্ষম হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়েছেন এবং এক্টিভ শ্যুটার সিচ্যুয়েশন নয় বলে জানান।
হামলার শিকার ৯ বছরের শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানায় শেরিফ ডিপার্টমেন্ট।
গুলির শব্দে কর্মী ও গ্রাহকদের মধ্যে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় দ্বিতীয় কাউকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন