দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
পিটসবার্গের এয়ারবিএনবির ভাড়া করা প্রোপার্টিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সুইসমন স্ট্রিটের কাছে বন্দুক হামলার ঘটনাটি ঘটে এবং দেখা যায় যে বেশ কয়েকজন তরুণ বয়সী ছেলেমেয়ে দৌঁড়ে স্থান ত্যাগ করছে।
তদন্তে দেখা গেছে, এয়ারবিএনবি থেকে ভাড়া নিয়ে সেখানে বিশাল পার্টির আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন, যার মধ্যে অধিকাংশের বয়স ১৮ এর কম।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্র জানায়, প্রায় ৫০ রাউন্ড গুলি ছোঁড়া হয় সেখানে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে সেখান থেকে সবাই বের হতে চেষ্টা করে অনেকে হতাহত হয়। অনেকে জানলা দিয়ে লাফ দিয়ে তাদের পা ভেঙ্গে ফেলে। বাড়ির বাইরেও একাধিক গুলি ছোঁড়া হয়।
পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এছাড়া শহরের এবং এর বাইরের অনেকে নিজেরাই হাসপাতালে ভর্তি হতে যায়।
রবিবার পর্যন্ত ১১ জন গুলিবিদ্ধ হয় এবং এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। মৃতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন পুরুষ। তাদের নাম প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন