এনাহেইমে জোড়া খুন, আটক ১
ছবি: এলএবাংলাটাইমস
এঞ্জেল স্টেডিয়ামের কাছের একটি আবাসিক বাড়ি থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এনাহেইম পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ফোন কল পেয়ে ই-ক্যাটেলা অ্যাভিনিউ এর ২১০০ ব্লকের স্টেডিয়াম হাউজ অ্যাপার্টমেন্টে উদ্ধার অভিযান চালায় পুলিশ।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজন মৃতের সাথে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে। পুলিস সার্জেন্ট শেন ক্যারিঞ্জার জানান এই ব্যক্তির সাথে মৃতদের সম্পর্ক কী, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আটক হিসেবে দেখানো হয়। আটক ব্যক্তির নাম র্যামি ফাহিম (২৬) । তাকে এনাহেইম সিটি জেলে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন