কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিবেই আইআরজিসি
ছবি: এলএবাংলাটাইমস
ইরানের বিপ্লবী ইসলামিক গার্ড কোপস বা আইআরজিসি জানিয়েছে যে তাঁরা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিবেই।
মার্কিন নিষেধাজ্ঞা তোলার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্ঠা না করা । এ বিষয়ে নেভি কমান্ডার রিয়ার এডমিরাল আলিরেজা টাংসিরি বলে,’ শত্রুরা আমাদের বারবার জানিয়েছে যে আমরা যেন কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ না নেই। প্রতিশোধের চিন্তা বাদ দিলে তাঁরা নিষেধাজ্ঞা তুলে নিবে। এইরকমটা হওয়া শুধু কল্পনাতেই সম্ভব।‘
২০২০ সালে ইরানের এলিট কুদস ফোর্সের নেতা জেনারেল কাসেম সোলাইমানি এক মার্কিন ড্রোন হামলায় মৃত্যুবরণ করে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দেন।
সোলাইমানির মৃত্যুর পর ইরান সরকার মার্কিন সেনাভর্তি ইরাকি বেইসগুলোতে মিসাইল হামলা চালায়। এতে একাধিক সেনাসদস্য আহত হয়। তৎকালীন সময়ে মধ্যপ্রাচ্যে পুনরায় অস্থিরতা শুরু হয়েছিলো।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন