রিভারসাইডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ১
ছবি: এলএবাংলাটাইমস
রিভারসাইড কাউন্টির ব্যাডল্যান্ডসে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শনিবার সকালে ব্যাডল্যান্ডসের ৬০ ফ্রিওয়ের কাছে উল্টো পথে আসা একটি গাড়ি সড়কে চলমান আরেকটি গাড়িকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) এক সংবাদ বিবৃতিতে জানান, মধ্যরাত ৩টা ৩৫ মিনিটে হুন্দাই সোনাটা গাড়ির সাথে শেভরোলেট মালিবু গাড়ির সংঘর্ষ হয়।
মৃতদের মধ্যে রয়েছে শেভরোলেট গাড়ির চালক পাসাডিনার ৪৯ বছর বয়সী এক ব্যক্তি এবং হেমেটের বাসিন্দা গাড়ির চালক ২৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
সিএইচপি জানায়, শেভরোলেট গাড়িতে থাকা ৪০ বছর বয়সী পিকো রিভেরার বাসিন্দা আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন