ক্যালিফোর্নিয়ায় ৯২ পাউন্ড ফেনাটিল আটক
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (২৩ এপ্রিল) উত্তর ক্যালিফোর্নিয়ার আলমেডা কাউন্টিতে আইনশৃঙ্খলা বাহিনী ৯২ দশমিক ৫ পাউন্ডের ফেনাটিল এবং দুইটি অবৈধ বন্দুক উদ্ধার করেছে।
কাউন্টির মাদক নিয়ন্ত্রণ বাহিনী ওকল্যান্ড এবং হেওয়ার্ডে একটি অনুসন্ধান চালায়। এসময় তাঁরা ফেনাটিল উৎপাদনকারী একটি ল্যাবের সন্ধান পায়।
এই অনুসন্ধানে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজনের সন্ধান এখনো চলছে।
শেরিফের বিভাগ জানিয়েছে, প্রায় ৯২ দশমিক ৫৮ পাউন্ডের অবৈধ ফেনাটিল উদ্ধার করা হয়েছে যা বে এরিয়াতে বিক্রির জন্য তৈরি করা হয়েছিলো। শেরিফের বিভাগ জানিয়েছে যে এটি যুক্তরাষ্ট্রে চলমান ফেনাটিল মহামারীর একটি ছোট্ট রূপ।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন