১০১ ফ্রিওয়েতে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
সোমবার (২৫ এপ্রিল) রাতে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হওয়ায় ১০১ ফ্রিওয়ের একাধিক লেন বন্ধ করে রাখা হয়।
ইস্ট হলিউডের ভেরমোন্ট অ্যাভিনিউ এর ১০১ সাউথবাউন্ড হাইওয়ের কাছে রাত ৯টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের দুর্ঘটনা জরিপ তালিকা থেকে জানা যায়, ফ্রিওয়ের বাম লেনের কাছে এক পথচারীকে শেভরোলেট সিলভার্ডো গাড়ির চালক ধাক্কা দেয়।
এতে তৎক্ষণাৎ ওই ব্যক্তির মৃত্যু ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের অনুরোধে কয়েকটি একাধিক লেন বন্ধ করে দেওয়া হয়।
পরে ডান দিকের লেন সাড়ে দশটার পর খুলে দেওয়া হলেও বামের লেনগুলো আরও কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন