১ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন বোয়িং
ছবি: এলএবাংলাটাইমস
২০২২ সালের প্রথম চারমাসে বিখ্যাত এয়ারপ্লেন নির্মাতা কোম্পানি বোয়িং প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের লোকশানের সম্মুখীন হয়েছে।
লোকশানের পরিমাণ ওয়াল স্ট্রিটের ভবিষ্যৎবাণীর চেয়ে বেশি। কোম্পানির চারমাসিক রেভুনিউ আশার চেয়েও কম। বোয়িং প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে।
বোয়িংর সিইও ডেভিড কালহাউন বলেন, ‘এই চারমাস আমাদের জন্য অনেক ঝামেলাপূর্ণ ছিলো’।
বুধবারে (২৬ এপ্রিল) বোয়িংর শেয়ার ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
তবে বোয়িং আশাবাদ ব্যক্ত করে বলেছে যে এটি তার ৭৮৭ বিমানের সরবরাহ পুনরায় শুরু করার পরিকল্পনা জমা দিয়েছে। পাশাপাশি এই চারমাসে তাঁরা ৭৩৭ ম্যাক্স প্যাসেঞ্জার জেটের নির্মাণ এবং সরবরাহ বৃদ্ধি করেছে।
কালহাউন জানান, কোম্পানি এই লোকশানের সম্মুখীন হলেও এই বছরের মধ্যে তাঁরা এই ক্ষতি পুষিয়ে লাভ আদায় করে নিতে পারবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন