২ বছর বিরতির পর আবার হচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি মেলা
ছবি: এলএবাংলাটাইমস
অবশেষে ২ বছরের বিরতির পর বৃহস্পতিবার (০৫ মে) পোমোনা ফেয়ারপ্লেক্সে লস এঞ্জেলেস কাউন্টি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০১৯ সালে সর্বশেষ লস এঞ্জেলেস কাউন্টি মেলা অনুষ্ঠিত হয়। ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারীর কারনে বিরতি দেওয়া হয়।
এবং বিগত বছরগুলোর তুলনায় এই বছর লস এঞ্জেলেস কাউন্টির মেলার সময় এগিয়ে আসছে। এবছর মে মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলাটি। সেপ্টেম্বরের তুলনায় মে মাসে তাপমাত্রা কম থাকায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের মেলাটি ৫ মে শুরু হবে এবং ৩০ মে পর্যন্ত চলবে।
এই বছর মেলায় কনসার্টে অংশগ্রহণ করবে ওয়ার, ব্রেট ইয়াং, বিচ বয়েজ, জুনেস, লেডি এ ও রামোন আয়ালা। পার্কিং আর এডমিশন চার্জ অনলাইনের মাধ্যমে কেনা যাবে। পরবর্তীতে ডিজিটাল টিকেট বা হার্ড কপি দিয়ে এন্ট্রি নিতে পারবেন।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন