খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হত্যার হুমকির শামিল : বিএনপি
শিশু পর্ণগ্রাফি আপলোডের অভিযোগে আটক লস এঞ্জেলেসের ১ পুলিশ সদস্য
ছবি: এলএবাংলাটাইমস
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু পর্ণগ্রাফি আপলোড করার অভিযোগে এক পুলিশ অফিসারকে আটক করা হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্র জানিয়েছে, টরেন্স এর বাসিন্দা ইভান রবার্ট ঢাল (২৩) নামের এক অফিসারকে আটক করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেন নামের সংস্থা মার্চ মাসে এলএপিডিকে জানায় যে টরেন্সের একটি স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিশু পর্ণগ্রাফি আপলোড করা হয়েছে।
এলএপিডি অ্যান্ড টরেন্স পুলিশ ডিপার্টমেন্ট ঢালকে শনাক্ত করে। তার কাছ থেকে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এর সামগ্রি উদ্ধার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন