ক্যাপিটল হিল কর্মীদের ইউনিয়ন প্রতিষ্ঠা নিয়ে আইনপ্রণেতাদের আলোচনা
ছবি: এলএবাংলাটাইমস
শুক্রবার সকালে (০৬ মে) হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছে যে আগামী সপ্তাহে হাউজ একটি অধ্যাদেশ নিয়ে আলোচনা করবে যা পাশ হলে ক্যাপিটল হিলের কর্মচারীরা নিজেদের ইউনিয়ন প্রতিষ্ঠা করতে পারবে।
পেলোসি বলেন, ’কংগ্রেসের কর্মচারীরা দেশের বাকিসব কর্মচারীদের মত কিছু মৌলিক অধিকার এবং নিরাপত্তা দাবি রাখে।‘
যদিও অনেকেই আশঙ্কা করছে যে সিনেট এই অধ্যাদেশ পাশ করবে না। কারণ, রিপাবলিকানদের এই অধ্যাদেশের প্রতি আগ্রহ নেই।
এর পাশাপাশি পেলোসি জানিয়েছেন যে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কর্মচারীদের বেতন ৪৫ হাজার ডলার দেওয়া হবে। তিনি বলেন, 'এরকম প্রতিযোগিতামূলক বেতনের মাধ্যমে আমরা অভিজ্ঞ এবং কর্মঠ কর্মচারীদের ধরে রাখতে পারব এবং আগ্রহী ব্যক্তিদের আকৃষ্ট করতে পারব।‘
এলবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন