লস এঞ্জেলেসে গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন আহত
ছবি: এলএবাংলাটাইমস
শুক্রবার রাতে (০৬ মে) বল্ডউইন পার্কে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন ব্যক্তি আহত হয়েছে।
সংঘর্ষটি তিনটি গাড়ির মধ্যে হয়েছে যার মধ্যে একটি সিটি বাস অর্ন্তভুক্ত।
কর্মকর্তারা জানিয়েছেন, ৩ জন ব্যক্তি এই দুঘর্টনায় আহত হয়েছে। এর মধ্যে ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছে।
দুঘর্টনাটি রামোনা বুলেভার্ড এবং ডাউনিং এভিনিউয়ের সংযোগস্থলে ঘটেছে। তদন্তের জন্য বর্তমানে রামোনা বুলেভার্ড এবং ডাউনিং এভিনিউয়ের আশে-পাশে রাস্তা তদন্তের জন্য বন্ধ রাখা হয়েছে।
সংঘর্ষটি নিয়ে এখনো তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন