নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসের মশায় ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত!
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে একটি মশাকে পরীক্ষা করে এটির মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্যকর্মকর্তারা। সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানায়।
গ্রেটার লস এঞ্জেলেস কাউন্টি ভেক্টর কন্ট্রোল ডিস্ট্রিক্ট জানায়, বেলফ্লাওয়ার থেকে মশার নমুনা নেওয়া হয় ও সেখানেই ওয়েস্ট নেইল ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এর ফলে লস এঞ্জেলেস কাউন্টি কমিউনিটিতে মশার অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হওয়া গেল।
এর আগে ২৬ মে নর্থ হিলস নেইবারহুডে তিনটি মৃত কাকের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এরপর এই বছর প্রথমবার মশাবাহী এই ভাইরাসের উপস্থিতিও শনাক্ত হলো৷
সায়েন্টিফিক-টেকনিক্যাল সার্ভিসের ডিরেক্টর স্টিভ ভেট্রন জানান, ওয়েস্ট নাইল ভাইরাস পাখিদের মধ্যে ছড়াচ্ছে ও মশার কামড়ের মাধ্যমে মানুষেও ছড়াচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ২০২০ সালে ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৯৩ জন আক্রান্ত হোন।
সকল মশার কামড়েই ওয়েস্ট নাইল হতে পারে, এমন সম্ভাবনা নেই। কারণ সকল মশা ওয়েস্ট নাইল ভাইরাস এর বাহক নয়।
তবে ওয়েস্ট নাইল থেকে সুরক্ষিত থাকতে বেশকিছু সতর্কতা মেনে চলতে হবে। যেমন:
১) পানি জমে থাকে এমন স্থান যেমন ড্রেন, টায়ার, বাকেট ইত্যাদিতে ১ সপ্তাহের বেশি জমানো পানি পরিষ্কার করে ফেলতে হবে।
২) সুইমিং পুল, স্পা এবং পুকুর ভালোভাবে মেইন্টেইন করতে হবে।
৩) পোষাপ্রাণী বা পাখির পানির পাত্র পরিবর্তন করে দিতে হবে।
৪) নিজের আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে ভেক্টর এর পরামর্শ নিন।
শেয়ার করুন