চীনের কর্মকান্ড উস্কানিমূলক এবং অস্থিতিশীল: লয়েড অস্টিন
ছবি: এলএবাংলাটাইমস
চীনের বিরুদ্ধে উস্কানিমূলক এবং অস্থিতিশীল কার্যক্রমের অভিযোগ এনেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিকে অবস্থিত মার্কিন মিত্রদের সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত।
সিঙ্গাপুরের স্যাংগ্রি-লা বৈঠকে এক ঘন্টাব্যপী এক বক্তৃতায় অস্টিন এই কথা জানান। অস্টিন জানান মার্কিন যুক্তরাষ্ট্র ‘নিয়মভিত্তিক আর্ন্তজার্তিক শৃঙ্খলে’ বিশ্বাসী। তাইওয়ানের ব্যাপারে অস্টিন বলেন,’আমরা এখনো পূর্বের নীতি অনুসরণ করে চলছি। কিন্তু, চীন তা করছে না। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছে চীন। এটা মার্কিন স্বার্থের আঘাতের পরিবর্তে পুরো বিশ্বের স্বার্থে আঘাত হানছে।‘
এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন উপস্থিতি সক্রিয় থাকবে বলে জানিয়েছেন অস্টিন। তিনি বলেন,’আমরা আকাশ,জলপথ এবং স্থলপথে আর্ন্তজার্তিক নিয়ম অনুযায়ী আমাদের মিত্রদের সাহায্য করবো।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন