নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
এলাবামা রাজ্যের চার্চে বন্দুক হামলা: আহত ১ এবং নিহত ২
ছবি: এলএবাংলাটাইমস
বৃহস্পতিবারে (১৬ জুন) এলাবামা রাজ্যের এক চার্চে এক বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছে।
পুলিশ ক্যাপ্টেন সেইন ওয়ের জানান, হামলাটি ভেস্টাভিয়া হিলসের সেন্ট স্টিফানস এপিস্কোপাল চার্চে সংগঠিত হয়েছে। এতে ২ জন নিহত এবং একজন আহত হয়েছে।
ওয়ের জানান, সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং হামলাকারীকে গ্রেফতার করে। বর্তমানে জনসাধারণের জন্য কোন ঝুঁকি নেই। এখনো হামলাকারী এবং ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এলাবামার গর্ভনর কে ইভি জানান যে তিনি এই দুঘর্টনায় মর্মাহত এবং হতাশ। তিনি নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা জানান।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন