নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে গাড়ি ছিনতাইকারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
পাকোইমাতে একটি গাড়ি ছিনতাই এর ঘটনা্য পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রবিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে লাওরেল ক্যানইয়ন অ্যান্ড ভ্যান নুইস বেলোভার্ডসের কাছে এই ঘটনা ঘটে। সেখানে বন্দুক হাতে এক ব্যক্তি ঘোরাফেরা করছে ও গাড়ি ছিনতাই এর চেষ্টা করছে বলে পুলিশের কাছে রিপোর্ট আসে।
পুলিশ রিপোর্ট পেয়ে সেখানে গেলে ওই ব্যক্তি পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ওই হামলাকারীর মৃত্যু ঘটে। পুলিশ জানায়, হামলাকারীর বয়স মাত্র ২০ বছর।
সার্জেন্ট ব্রুস বোরিয়ানাহ জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি অস্ত্র হাতে মানুষদের মধ্যে ভীতি ছড়াচ্ছিল এবং মানুষের দিকে বন্দুক তাক করছিল। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কোনো অফিসার এতে আহত হোননি।
ঘটনার তদন্তের স্বার্থে লাওরেল ক্যানইয়ন অ্যান্ড ভ্যান নুইস বেলোভার্ডস কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন