নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
রাশিয়ান সোনার উপর যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের নিষেধাজ্ঞা জারি
ছবি: এলএবাংলাটাইমস
ইউক্রেনের উপর রাশিয়ার চলমান সহিংসতার জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জাপান রাশিয়ান স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, 'এই নিষেধাজ্ঞা পুতিনের ওয়ার ম্যাশিনের হৃদয়ে আঘাত করবে'।
২০২১ সালে রাশিয়া থেকে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সোনা আমদানি করা হয়। যুক্তরাজ্য জানায় সহিংসতার পর তাদের সোনার প্রয়োজন আরও বেড়ে গেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন জানান জার্মানি, ফ্র্যান্স এবং ইতালিরও উচিত রাশিয়ার সোনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা।
তবে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে যেসব সোনা বৈধ উপায়ে রাশিয়ার কাছ থেকে কেনা হয়েছে, সেগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন