নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসের হাসপাতালে বাড়ছে করোনা রোগী
ছবি: এলএবাংলাটাইমস
সাম্প্রতিক প্রকাশিত তথ্যে দেখা গেছে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২১ জন বেড়ে বর্তমানে রোগীর সংখ্যা রয়েছে ৭৬২ জন।
শুক্রবার থেকে শনিবারে জরুরি বিভাগের রোগীর মোট সংখ্যাও বেড়েছে। শুক্রবার থেকে ৯ জন বেড়ে বর্তমানে রোগী ভর্তি আছে ৭৬ জন।
এর দুইদিন আগে কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের চিফ সায়েন্স অফিসার পল সিমন জানান যে করোনা রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে এবং ইনডোরে মাস্ক ব্যবহারের নির্দেশনা আবার জারি করার প্রয়োজন হতে পারে।
বর্তমানে গত সাতদিনের গড় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এর আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ৮৩ জনে।
সর্বশেষ তথ্য অনুসারে, শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হয় আরও ৬ হাজার ১২৯ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৮ হাজার ৪৮২ জন। এছাড়া শুক্রবারে মারা যায় আরও ৮ জন, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৯১ জনে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন