নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
অপরাধীর গুলিতে ৩ পুলিশ অফিসারের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
গৃহবিবাদের অভিযোগে ১ ব্যক্তিকে আটক করতে যেয়ে গুলিতে ৩ পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ইতোমধ্যে ৪৯ বছর বয়সী অভিযুক্তকে আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট এক বিবৃতিতে জানান ঘটনাস্থলে পৌঁছেই নারকীয় পরিস্থিতির মুখোমুখি হোন পুলিশ সদস্যরা।
এই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন। ইস্টার্ন কেন্টাকির পাহাড়ঘেরা অঞ্চলে অ্যালেন শহরে এই ঘটনা ঘটেছে। সেখানে ১৬৬ জন বাসিন্দা বাস করেন।
গুলিতে মৃত ৩ পুলিশ অফিসার হলেন ক্যাপ্টেইন রালফ ফ্রিজার, ডেপুটি ওইলিয়াম পেট্রি এবং কুকুর-নিয়ন্ত্রক জ্যাকব শেফিনস।
আটক ব্যক্তির বিরুদ্ধে খুনসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন