ক্যালিফোর্নিয়ার ভাড়াটিয়াদের জন্য সুখবর, বহাল থাকছে এবি ১৪৮২ আইন
ছবি: এলএবাংলাটাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারী আপিল আদালত ক্যালিফোর্নিয়া রাজ্যের ২০২০ সালের একটি আইনকে বহাল রেখেছে যে আইন মোতাবেক বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের উচ্ছেদ করার সময় ১ মাসের ভাড়া ফেরত দিবে।
এবি ১৪৮২ নামক আইন মোতাবেক, যেসকল এরিয়াতে ভাড়া নিয়ন্ত্রিত না সেসকল অঞ্চলে প্রতিবছর ১০ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি পাবে। এছাড়া, যেসকল ভাড়াটিয়াদের উচ্ছেদ করা হবে, তাদেরকে আর্থিক সাহায্য করা হবে।
বেটার হাউজিং ফর লং বিচ নামকএকটি মালিকদের গোষ্ঠী, রাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাদের যুক্তি হচ্ছে যে আইনত উচ্ছেদকৃত ভাড়াটেদের অর্থপ্রদানের প্রয়োজন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার শামিল।
আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি সম্পত্তির মালিকদের সরকারী সুবিধা বা সম্পত্তির নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে না। সান ফ্রান্সিসকোর ডেমোক্রেটিক অ্যাসেম্বলি মেম্বার ডেভিড চু এটিকে "ভাড়াটেদের জন্য দুর্দান্ত খবর" বলে অভিহিত করেছেন।
বেটার হাউজিং ফর লং বিচ -এর সদস্যরা তাদের পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করছে, সম্ভবত তাঁরা মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন