অনুষ্ঠিত হলো ব্লিনকেন এবং ওয়াং-এর বৈঠক
ছবি: এলএবাংলাটাইমস
শনিবারে (০৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্লিনকেন ইউক্রেন-রাশিয়া সংঘাত এবং মস্কোর সাথে বেইজিং-এর সম্পর্ক নিয়ে আশংকা প্রকাশ করেছেন।
বৈঠকটি ৫ ঘণ্টাব্যাপী চলেছে। ব্লিনকেন বলেন, 'আমাদের জটিল সম্পর্ক সত্ত্বেও আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পেরেছি। আমি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে যে আমরা চীনের সাথে রাশিয়ার মিত্রতা নিয়ে চিন্তিত'।
ব্লিনকেন জানান, চীন নিরপেক্ষ আচরণ করছে না। জাতিসংঘে রাশিয়ার পক্ষে কথা বলা এবং রাশিয়ার প্রোপাগান্ডাকে প্রচার করা কোনভাবেই নিরপেক্ষতার লক্ষণ না।
ব্লিনকেন বলেন,’চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুইদেশের পাশাপাশি পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্ক এবং প্রতিযোগিতাকে দায়িত্বশীলতার সাথে বজায় রাখতে বদ্ধপরিকর।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন