স্বল্পমূল্যে নিজস্ব ইনসুলিন তৈরি করবে ক্যালিফোর্নিয়া
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার গর্ভনর গেভিন নিউসাম ঘোষণা করেছেন যে ক্যালিফোর্নিয়া নিজেই ‘স্বল্পমূল্যের ইনসুলিন’ তৈরি করবে। তিনি বলেন, ’বেঁচে থাকার জন্য কাউকে দেউলিয়া হতে হবে না।‘
নিউসাম জানিয়েছে রাজ্যের নতুন বাজেটে রাজ্যবাসীদের জন্য স্বল্পমূল্যে ইনসুলিন তৈরির জন্য ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ আছে। এর থেকে ৫০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে স্বল্পমূল্যে ইনসুলিন তৈরির জন্য এবং বাকি ৫০ মিলিয়ন ব্যয় করা হবে ইনসুলিন তৈরির কারখানা নির্মাণের জন্য। নিউসাম দাবি করেছেন যে এই কারখান কর্মসংস্থান তৈড়ি করবে এবং সাপ্লাই চেনকে আরো শক্তিশালী করবে।
নিউসম আরও উল্লেখ করেছেন যে তিনি ক্যালিফোর্নিয়াকে নিজস্ব প্রেসক্রিপশন ওষুধ তৈরির জন্য অফিসে প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।
নিউসাম বলেন, 'ইনসুলিনের উচ্চদর বাজারের ব্যর্থতাকে নির্দেশ করে। শতাধিক মার্কিন নাগরিক প্রতিমাসে ইনসুলিনের জন্য ৩০০ -৫০০ ডলার ব্যয় করে থাকে'।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন